ঝড় তুলতে আসছেন প্রভাস
গত বছর বড়দিনে মুক্তি পেয়েছিল প্রভাস অভিনীত ছবি ‘সালার’। মুক্তির আগেই এই ছবি ঘিরে দর্শকের উন্মাদনা ছিল তুঙ্গে। মুক্তির পরেও প্রত্যাশিতভাবেই বক্স অফিসে আলোড়ন তোলে ‘সালার: পার্ট ওয়ান—সিজফায়ার’। তার পর থেকেই ছবির দ্বিতীয় কিস্তি নিয়ে অনুরাগীদের মনে কৌতূহল। ‘সালার ২’ কবে মুক্তি পাবে, জানালেন নির্মাতারা। সঙ্গে জানা গেল আরও দুই ছবির খবরও।
চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, ‘সালার’-এর প্রযোজনা সংস্থা ‘হোম্বালে ফিল্মস’-এর সঙ্গে তিনটি নতুন ছবির জন্য চুক্তিবদ্ধ হলেন প্রভাস। তার মধ্যে একটি ছবি ‘সালার ২’। নির্মাতারা জানিয়েছেন, বহুল প্রতীক্ষিত ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালে। প্রযোজনা সংস্থার সঙ্গে প্রভাসের এই চুক্তিকে সিনেমা ব্যবসা বিশেষজ্ঞরা খুবই গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন।
আজ শুক্রবার সামাজিক মাধ্যমে প্রযোজনা সংস্থা একটি বিবৃতিও প্রকাশ করেছে। সেখানে লেখা হয়েছে, ‘অভিনেতা প্রভাসের সঙ্গে তিনটি ছবির জন্য চুক্তিবদ্ধ হতে পেরে আমরা গর্বিত।
ছবিগুলো তৈরি হবে ভারতে, কিন্তু সেগুলো সারা বিশ্বের দর্শকের মন জয় করে নেবে। আমরা কথা দিচ্ছি, এই ঘোষণা দর্শকের কাছে ভালো সিনেমা পৌঁছে দেবে।’ প্রথম ছবির মতোই ‘সালার ২’ পরিচালনা করবেন প্রশান্ত নীল।
নির্মাতারা জানিয়েছেন, ‘সালার ২’-এর মাধ্যমে এই বিশেষ সফর তাঁরা শুরু করতে চলেছেন। অন্য দুটি ছবি যথাক্রমে ২০২৭ ও ২০২৮-এ মুক্তি পাবে। তবে এই দুটি ছবি সম্বন্ধে নির্মাতারা এখনই কোনো তথ্য প্রকাশ করেননি।
গত কয়েক বছরে একের পর এক ব্যর্থ ছবির চাপে নিজের ‘তারকা’ তকমা প্রায় খোয়াতে বসেছিলেন প্রভাস। ‘সাহো’, ‘রাধে শ্যাম’, ‘আদিপুরুষ’ বক্স অফিসে ধরাশায়ী হয়। ‘সালার’ দিয়ে তিনি আবারও আলোচনায় ফেরেন। চলতি বছর প্রভাস অভিনীত আরেক সিনেমা ‘কল্কি: ২৮৯৮ এডি’ও ব্যবসায়িক সাফল্য পায়।
No comments